১। মৃত শিল্প ।
আদিকাল থেকে জামজামীতে মৃত শিল্প আছে। এরা নানা ধরনের মাটি জিনিস তৈরি করে থাকে । যারা এই শিল্পের সাথে জড়িত আছে তাদেরকে বলা হয় কুমার । এদের তৈরি জিনিস হচ্ছে- হাঁড়ি, পাতিল, চাক, রিং, চাড়ি ইত্যাদি ।
২। কুমার নদ ।
কুমার নদ । এই নদটি ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া হয়ে এসে জামজামী ইউনিয়নের ভোদুয়া, জামজামি,ঘোষবিলা, রঘুনাথপুর হয়ে বয়ে গেছে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া, শ্রীপুরের দিকে । এই নদের পূর্ব দিকে আছে কুষ্টিয়া জেলার কিছু অংশ ।
৩। ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় ।
স্থাপিতঃ- ১৯২৪ সালে
মোট শিক্ষক/ শিক্ষিকাঃ- ৯ জন এই স্কুলের শূণ্য পদ ৫ জন ।
মোট ছাত্র/ ছাত্রীঃ- ৩৫৫ প্রায় ।
পাশের হারঃ- ২০১৩ সালে ১০০% এবং ২০১৪ সালে ৯৬% ।
প্রধান শিক্ষকঃ- মোঃ নুরুল ইসলাম ( ভারপ্রাপ্ত )
শিক্ষাগত যোগ্যতাঃ- বি.এস.সি.বি.এড.
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS