নদী : আমাদের জামজামী ইউনিয়নে কোন নদী নেই । এখানে শুধু একটি নদ আছে । এ ছাড়া কয়েকটি খাল-বিল আছে এই ইউনিয়নে ।
নদ : কুমার নদ । এই নদটি ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া হয়ে এসে জামজামী ইউনিয়নের ভোদুয়া, জামজামি,ঘোষবিলা, রঘুনাথপুর হয়ে বয়ে গেছে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া, শ্রীপুরের দিকে । এই নদের পূর্ব দিকে আছে কুষ্টিয়া জেলার কিছু অংশ ।
খাল : ১. জামজামী (মরা নদী)।
২. মধুপুর (মরা নদী)।
৩. খামার পাড়া (মরা নদী)।
বিল : ভোদুয়া ।
জামজামী ।
ঘোষবিলা ।
পাঁচলিয়া ।
মধূপুর ।
বানীনাথপুর ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS